জন্মেছি মাগো তোমারই আঁচল তলে
অবুঝ শিশু আমি তোমার কোল জুড়ে।
আদরে সোহাগে করলে আমায় লালন
দায়িত্ব কর্তব্যে অনড় তুমি করলে পালন।
মাগো মাগো বলি তোমায় পাই যতসুখ
দুঃখ কষ্ট ভুলে যায় দেখিলে তোমার মুখ।
তোমার কোল জুড়ে আমিই সুখ
ঘুরে ফিরে পরাণ জুড়াতে দেখ মুখ।
আপাদে বিপদে রও তুমি ছায়ার মত শীতল
শান্তিতে পাড়াও ঘুম তোমার আঁচল তলে।
বাবার কথায় করনি রাগ করনি ঝগড়া-ঝাটি
ছেলে মেয়ের সংসারে তুমি পরিপাটি।
কত যন্ত্রনা কষ্ট দিচ্ছি মাগো তোমায়
তবুও তুমি করছো রাগ দিচ্ছ না গালি আমায়।
তুমি যেন মহিয়সী নারী আদর্শে গড়া মন
তুমি আমার জগৎস্বর্গ জানে দেহ মন।