ও মেয়ে
কিসে তোমার এতো অহংকার,
লাবণ্য নাকি নকনকে উব্র শরীর?
ও মেয়ে
কিসে তোমার এতো চাওনী,
সুনয়না নাকি মাধবী গন্ধ কেশী?
ও মেয়ে
কিসে তোমার এতো কবিতা,
রেশমি চুড়ি নাকি আলতা রাঙ্গা পায়?
ও মেয়ে
কিসে তোমার এতো প্রেম,
অঙ্গ নাকি গোলাপ ফুটা অধরায়?
ও মেয়ে
কিসে তোমার এতো ছন্দ,
ঝুমুর নাকি কোকলি কণ্ঠ শব্দ ধারায়?
ও মেয়ে
কিসে তোমার এতো সরম,
প্রেম নাকি অব্যক্ত ভালোবাসায়?
ও মেয়ে
কিসে তোমার এতো সুভাস,
বক্ষে নাকি বেনি বাঁধা খোঁপায়?
ও মেয়ে
কিসে তোমার এতো মায়া,
আচঁলে নাকি পুরুষ মাতৃত্ব বন্ধনায়?
ও মেয়ে
কিসে তোমার এতো পুরুষ উত্তাল,
নোলকে নাকি গোলাপ ফুঁটা মদন খানায়?