কে ভাসালো ওপারে শুন্য তরী
এপারে শুভ্র শুভ্র মেঘের আঁকা
ধূসর বিকালে রঙ্গিন ঘুড়ি।
মিষ্টি মিষ্টি রোদের লুকোচুরি মেখে
দিনের আলো শেষে কে আনলো রাত্রি ডেকে।
রোদ্দুরে ভিজে সবুজে হেসে রাখাল বাজায় বাঁশি
নদী-নালা চিক চিক করে থাকলে একটু বালি
দিগন্ত জুড়ে সন্ধ্যা নামবে গো-পাল ছোটে বাড়ি
পাখির ডানার ঝাঁপটানিতে সন্ধ্যা নামবে এখনি।