ভালোবাসার মায়ায় ঘেরা
অভিমানী মন,
মুখের বুলি যেমন তেমন
অন্তরে যেই জন ।
অন্তর্যামী অন্তর বুঝে
অন্তরে যার বাস,
অন্তরের টান বুঝি আমি
দেখে তমার শ্বাস ।
স্বল্প কথার আলতো ছোঁয়ায়
হাজার প্রশ্ন ভরা,
জোর করে নয় অধিকারের
অলীক টানে গড়া ।
বুঝেও আমি তোমায় কত
করেছি প্রত্যাক্ষান,
সত্যি বলছি করেছি এমন
বুঝিয়া তোমার অভিমান ।