আমাদের আজ শেষদেখাদেখি হলো,
এরপর থেকে চোখ তুলবোনা আর,
পাঁজরের হাড়ে যে আবাস গড়া ছিলো,
এখন সেসব শুধু পাশ কাটাবার!

আমাদের ছিলো গহীন প্রাণের স্বাদ,
ছিলো কুঁড়েঘরে সংসার পাতা শখ,
জীবনের সব জঞ্জাল ছিল দূরে,
সেরা জঞ্জালে সাজিয়েছি তক্ষক!

এতোদিন যতো সত্যি -মিথ্যে ছিল,
সব হিসেবের হয়েছে কি সমাধান?
বোঝাবুঝি করে বাড়বে সে গরমিল,
মিছেমিছি শুধু অতীতের মায়াটান।

ছাড়াছাড়ি আজ হয়ে যাক একবার
এরপর থেকে সোজা পথে হাঁটা ধরি;
অনেকটা  দিন গেছে চলে অকারণে,
এবার জীবন গোছানোটা দরকারি।

একটা সত্যি শেষবেলা বলে যাই,
হুটহাট করে বিশ্বাস করা ভুল,
এতোদিন যদি মুহূর্তে শেষ হয়,
বিশ্বাসীরাও হবে না চক্ষুশূল?