আমায় একটু শক্তি দেবে সর্বংসহা?
সহ্য করার প্রাণান্তকর যুদ্ধ যাতে,
একটু একটু করে যেন গা-সওয়া হয়,
কষ্টগুলো লুকিয়ে ফেলব অব্যক্ত আর্তনাদে।  


আমায় একটু শক্তি দাও না সর্বংসহা,
বন্ধুত্বের বিমুখ বাঁধন পলকা হলে যন্ত্রণা হয়,
নিজের মধ্যে চাপিয়ে যেন রাখতে পারি,
অগ্নিগর্ভে ঝলসে গিয়ে শুকোয় যেন অশ্রুবারি,
দুঃখগুলো জমিয়ে রাখার ব্যথিত সঞ্চয়।


নিঃসঙ্গ ভবিষ্যতের বিমুখ পানে,
হোঁচট খেয়ে নিরাশ আত্ম অসম্মানে,
যেন ভাঙতে নাহয় কভু যুদ্ধ ছেড়ে অলক্ষ্যে আর,
একটুখানি শক্তি তো দাও সর্বংসহা,
জীবনটা আর সইছে না যে যন্ত্রণা এই দিন-দোটানার।

একদিন তো পাথর হবো,
একদিন ঠিক পাথর হবো,
তখন কোনো বিচ্ছেদে আর ভাঙবো না,
নতুন কোনো ব্যথার টানে দিগ্বিদিকে ছুটবো না।