কমরেড, আজো পৃথিবী ভুগছে জ্বরে,
দালানে দালানে শ্রমিকের খুন ঝরে,
আজও শোষকেরা পায়নিকো উত্তর,
শোষিত মিছিলে ভাংছে হাড়-পাঁজর।
এখন তোমার স্পর্শ ছোঁয়াই গায় ,
বিপ্লব জারি আজো ভঙ্গুর পায়,
তোমার পাইপে পুরোনো ধোঁয়ার শ্বাস,
গন্ধে মাতাল তাতেই সব সুবাস।
আমাদের বুকে তোমার স্বপ্ন আঁকা,
তোমাকে হারিয়ে হারানো করেছি শেখা,
এখনো তোমার যোদ্ধারা মরে নাই,
দিকে দিকে চলে তাদের যুগ-লড়াই।
আনবোই ঐ দূরের সূর্য লুটে,
ঘাম-রক্তের লালিমায় ফুল ফুটে,
একদিন জেনো আসবে সুদিন দূরে,
তোমার এ পথে লড়াকুরা আছে জুড়ে।