দিকে দিকে ওঠে বিপ্লব হুঙ্কার,
মরণ সত্য, তবু বাধা পেরোবার,
শুনি হাওয়াতেও স্লোগান গর্জে ওঠে,
শত শত লোক, মরণের পানে ছোটে।


এই মৃত্যুর গড়া পথ দিয়ে আজ,
নতুন জীবন আনবে স্বপ্নবাজ।
মিছিলে মিছিলে বেড়ে চলে কোলাহল
ফুঁসেছে জনতা, জ্বলেছে যে কালানল।


নয়া জুলুমের ফর্দ কষেছো রেখে,
শাকে ঢাকা মাছ কদ্দিন আর টেকে?
অত্যাচারের প্রতিশোধ নেবে বলে,
আজ হিমালয় চুঁইয়ে পড়েছে গলে।


জনস্রোতের নতুন প্রলয় আসে,
চারিদিকে গুলি,  হাহাকার কানে ভাসে,
তবু এ মরণে আফসোস নেই কারো,
হয় অধিকার, নয়তো রক্ত আরো।


এ মিছিলে নেই হারাবনোর পরাভয়,
এ মিছিল জেনো দুর্বার, দুর্জয়!
এ মিছিল জেনো ফেরে না পেছনে পথে,
এ মিছিল আছে শোষিতের দ্বৈরথে।

এ মিছিল আজ দিক-দিগন্তে জয়ী,
শোষকের কাছে মিছিল দুর্বিনয়ী।
তবু এ মিছিল যাবে না যাবে না থেমে,
যুগে যুগে এই মিছিল এসেছে নেমে।