কবিতায় কাজ নেই, কাব্যের কথকতা শেষ,
সংলাপ চুষে খায় ক্রমাগত হিংস্র স্বদেশ।
মাটি আজ রক্তের সঙ্গমে উন্মাদ হয়ে,
বুলেটের শয্যায় কবিতারা যায় ক্ষয়ে ক্ষয়ে।
শিরদাঁড়া বিকিয়েছি অস্ত্রের ভয়াল সম্মুখে,
কলমের স্বাধীনতা মরছে, মরেছে ধুঁকে ধুঁকে।
কবি তুমি বলে দাও, ভাষা কোথা হারিয়েছো কবে?
একদিন এই দিন জানি ঠিক নিশ্চিহ্ন হবে৷
ততদিন পড়ে থাক, জমে থাক এ ক্ষোভের রেশ,
কবিতার দুর্দিনে ধর্ষিত হয়েছে স্বদেশ ৷