মানুষ তো পিছুটানে টেনেছে জীবনভর ঘানি,
অবাধ নৈসর্গ্য জুড়ে অতীতের মন্দ কানাকানি।
তবু কভু থেমেছে সে তাতে ?
শাশ্বত সত্যের পানে জীবনের দিন চলে যায়,
নিজেরে নিজের মাঝে জানি তো সে পলকে হারায়।
মৃত্যু তবু আছে তারই হাতে।
এসবই নিগূঢ় বোধ, অকালের নির্গুণ ফসল,
মুখোশ মুখের পরে ; দেহ ঢাকা অসত্যের খোল,
শেষ হবে, হয় শুধু কালের তফাতে।