মাধবী, তোমার পেয়েছি দেখা বলে,
ছন্নছাড়া দিন যে গেছে চলে,
এমন বুঝি সবার বলো হয়?
মিছেমিছি প্রেমের অপচয়।
তোমার চুলের গন্ধে যে আজকাল,
সত্যি মিথ্যে হচ্ছি বেসামাল,
চোখের ঝাঁঝে হারিয়ে ফেলছি ভাষা,
এসবও কি সত্যি ভালোবাসা?
তোমার গলায় সূক্ষ্ম রেওয়াজ সাধা,
আমার বাড়তি দিনের কাটে বাধা,
কেমন যেন পাল্টে দিলে সব,
বিশ্বজয়ী রাজার অনুভব।
এখন আমার অন্য আমি নেই,
তুমিই আছো আমার সবদিকেই।
এলোমেলো সময় যাচ্ছে চলে,
একেই বুঝি পাগল হওয়া বলে?