আমার সঙ্গে বৃষ্টি ভিজবে?
জলার ধারে রাত্রিদিন?
দুহাত ভরা গন্ধরাজে
গল্প করে নিদ্রাহীন?
নাহয় থাক।
তারচে বরং আমার সঙ্গে সাগর ঘুরো, ঘুরবে কি?
মাতাল ভেলায় ঢেউয়ের মাঝে আমরা হব নীল মাঝি।
ঝড়ের তোড়ে দিক হারিয়ে ভাসবে বিরান দ্বীপের পানে, সে নয় যাক।
নাহয় থাক।
তোমায় একটা গহীন বনের অন্তরালে লুকিয়ে রাখবো, থাকবে তো?
নির্জনতা, অন্ধকার আর জোনাকিরা কয়েক'শ ।
তখন আমরা দুজন শুধু, মধ্যিখানে কিচ্ছু নেই,
আমরা দুজন থাকবো নিজের রাজ্যতেই,
পৃথিবীটা যুগের তালে খেই হারাক,
নাহয় থাক।
একটা ছেলে ছন্নছাড়া, তার সঙ্গে বাঁধবে ঘর?
ছেলেটার আর কিচ্ছু নেই, ঘর বলতে বালুর চর।
ওর সঙ্গে এসো না,
ওর সঙ্গে ছুটতে কেউ যে পারবে না।
ছুটতে গিয়ে বাঁধন টুটে হৃদয় ভাঙার উঠবে ডাক,
বরং থাক।
একাই আছি।
একা একাই পৌঁছে যাব মৃত্যুদূতের কাছাকাছি।