সমুখে সবিস্তার অনিশ্চয় সমুদ্রসম দোলে,
নয়নে বনানী জ্বলে জঠরের অকৃত্তিম অনলে।
অভ্যাগত বিভীষিকা ক্ষয়ে।
অন্তরে অকস্মাৎ শুনি তব ঔদার্যের বাণী,
সর্বসম বহ্নিমাঝে উদ্ভাসিত বোধে অগ্রদানী।
বৃথা জন্ম কাটে সংশয়ে।
স্রষ্টাহীন সৃষ্টি খোঁজো আগামীর মিলনে উন্মুখ,
বোধিদ্রুমে বাঁধা নেই চেতনার জড়োসড়ো সুখ।
ক্ষীণতর প্রায়শ্চিত্ত অভয়ে।