বহুদূর বহুদূর ক্লান্তিহীন জীবনের পথ,
পেরিয়েছি নিঃসঙ্গ জ্যোৎস্না মেখে গায়,
এ পথ অনিঃশেষ, অবিরাম গন্তব্যে পাড়ি,
পাবেনা আবার খুঁজে একবার যদি সে হারায়।
পেছনের সুষুপ্ত অন্ধকারে ফেলে আসা টান,
ফিরে ফিরে আসবেনা সমুখের পথে যেতে আর,
যা-কিছু অতীত, তা-ই দিগন্তে বিলীন,
আমরা তো ভবিতব্যে অস্বীকার করেছি বারবার।
এ- এক অসত্য শান্তি, অসভ্যের করুণ উপহাস,
জীবনে যা যায় তার ফেরে নাই কিছু,
তবু দেখি দিকে দিকে জীবনের অমরত্ব নিয়ে,
মানুষ হাঁটছে আজো অতীতের সঙ্গে, পিছু পিছু।