পৃথিবীতে আজ মরণ-মারণ খেলা
আমরা চলেছি তারই পথ ধরে রোজ,
আমাদের নেই প্রাণ হারাবার ভয়,
সর্বহারার শুনেছো মরার খোঁজ?  

আমাদের পথে লাশের অঙ্ক বাড়ে,
স্কন্ধে স্কন্ধে ক্লান্তির ব্যাথা আসে,
তবু অভিযানে বিরতির নেই স্থান,
এপথে মুক্তি নীমিলিত নিশ্বাসে।

আমাদের হাতে পৃথিবী শিখবে গান,
অস্ত্রমুখর সৈন্য ফোটাবে হাসি,
বিপ্লব আজ পৃথিবীর ধ্বনি হোক,
দিগন্তে ডাক, " ভালোবাসি, ভালোবাসি। "

যতো রক্তের রক্তিম শোধ হোক,
আমরা ফোটাবো সংঘাতহীন ফুল,
ডাকে প্রজন্ম যুদ্ধের পথ ছাড়ো
মানুষ সত্য, আর সবকিছু ভুল।


যুবাদের নেই সাধ-সাধ্যের শোক,
আমরা তো চাই মানুষ, মানুষ হোক;
তারও জন্যে দিতে হয় যদি প্রাণ,
জেনো এ জীবন মরণে অনির্বাণ।