কতটুকু শান্তি দিয়েছিলে আর দিবে
দুধঘাসের মত টিপে টিপে কতটুকু দিষাদ
বুকের ভিতর থেকে ঢেলে নিবে?
কৃষ্ণচূড়া ফুল এখনও ঝরেনি
আমার হাতের মেহেদীর মত।
নির্জন রাত আমার যাতনার চিত্র আঁকে
জানালা খুলে জোনাক পোকারা আমায় দেখে
আমি তখনও শুধু শিল্প চিত্র সবার কাছে।
তুমি আসবে না ভেবে সন্ধ্যামালতি এসেছিলো
এসেছিলো চাঁদ আর তারারা!
আমার হতে চেয়েছিলো শত শত ফুল
আমি মানিয়েনিতে পারিনি তাদের সঙ্গ
কারণ তুমি নেই বলে।
আমি বৃক্ষের মত নিরব বলে যন্ত্রনা বাসা বাঁধে
নর্দমার মাছির মত অসুখের ছায়া গিরে আছে
তুমি আসলে না বলে আমার ঘুম নেই
আমার আশা নেই, স্বপ্ন নেই, সুখ নেই।