যে সমাজে আমি নষ্ট হিসেবে বিবেচিত
সে সমাজে আমি শুধুই নষ্ট;
অহেতুক কারণেঃ
আমার চুল লম্বা, আমি কালো, গরীব, দুঃখী।
আমি নিষিদ্ধ কবি; সে সমাজে
যে সমাজে আমি শুধুই নষ্ট, আমাকে বিবেচনা
করে আমার শারিরীক গঠন; এলোমেলো চুল_
দিয়ে আর কিছুই নয় কিচ্ছু না।
সমাজ হয়তো আপনাকে মানুষ বানাবে
নয়তো মানুষের মুখোশ পড়াবে।
চুল, শারীরিক গঠন, সৌন্দর্যে বিবেচনা করিবে
দূর্বল দেখিয়া অপমানিত করিবে।
সুখে থাকিলে বার বার ছুটে আসে ঘরে
দুঃখের সময় ১০০ মাইল দূরেও দেখা যায়না।
অভাবের দিনে হাসিবে—
অভাব পুরালেই বুকে জড়াবে।
আমাদের সমাজ, আমার সমাজ!
চেনা বড় দায়; চেনা মুখ গুলোও অচেনা_
বিপদে পড়লে বুঝা যায়।
যে সমাজে আমি নষ্ট হিসেবে বিবেচিত
সে সমাজে আমি শুধুই নষ্ট;
আমাকে দেখে হাসে, উপহাস করে
কারণঃ আমার চুল গুলো লম্বা, কোকড়ানো।