যানযটরই দুরবস্থা যাচ্ছে সময়–বেলা
সময়মত হয়নি যাওয়া অফিস,কলেজ,খেলা
অলিগলি গাড়ির মেলা পিছন মারে ঠেলা
হটাৎ হটাৎ ব্রেক করে কেমন করে চালা?
ট্রাফিক সাহেব হাত বাড়িয়ে থামিয়ে দেয় গাড়ি
রাগে মানুষ নেমে যায় হেটে যায় বাড়ি
যানযট বাড়ছে দিনে,বাড়ছে শত গাড়ি
নিয়ম কানুন না মেনে সব রাস্তা দেয় পাড়ি।
যানযট লাগছে কেন, নিয়ম নাহি মানি
রাস্তার মাঝে গর্ত কেন ভরে আছে পানি
ফুটওভার ব্রিজ ছেড়ে রাস্তার মাঝে চলি
আবার আমরা বলি যানযট কেন লেগেছে গলি।