ভুলে–ভুলে কত ভুলে, জীবন চলে,
উড়ে–উড়ে, দূরে–দূরে
ভুল পথে চলে–চলে
হাসি মুখে কত ভুল,বিষাদের তরে
মিথ্যে কথায় ভুল কত সত্যের ঘরে।
মনে–মনে অর্তনাদ, গোপনে সত্যের বিলাপ
সবই ভুল কত ভুল, জীবন ঘরে
মরনের তরে ডাকিবে কারে
চোখ নিবে যাবে, আসিবে না জীবন বারে–বারে।
রঙে–রঙে কত খেলা,কত দিন যাবে
শত দিন নহে দু'দিন সবে
কিছু নেই নিজের, হিংসা–বিদ্বেষ অপমান
কি নিয়ে যাবে পরকালে-সবান।
ভুলে–ভুলে কত কিছু, উড়ে–উড়ে
ভুলেরও মাঝে মন, সব ভুলে ঘুরে।