ভণ্ডের গায়ে যতই মাখে সুগন্ধি আতর
ভালো মানুষের মুখোশ পড়ে বাবর,
তবুও পাপের গন্ধ নির্গত হবে সবার।
বাবা বাবা বলে মাথা পিটে দেয়ালে
বাবার চরণ ধূলি মেখে গায় খেয়ালে,
কি আছে ফল, পাপের বোঝা বাড়ালে।
সু'মন্ত্রের'সু; পানি পড়া খা হয়ে যাবি পোয়াতি
নানা কস্ট, রোগবালাই, মিলে প্রেমের সাথী,
বাবার দরবারে মানুষের কান্নাকাটি কত আর্তি।
চুলের সাথে বাল কাটেনা কত কাল
গোঁফের পানি সুস্থ রাখে দেহ, বল
থুঃথুঃ-মুতু দিয়ে রোগ তাড়ায়, মূর্খের দল।
ভণ্ড বাবা করে না গোসল, এক কাপড়ে মরণ!
মাজার তুলে করে রাখে মিথ্যে স্মরণ ;
ভণ্ড বাবার হয় নাকো মরণ! মূর্খের বরণ।