ঘুরে-ঘুরে পাহাড়-জঙ্গল দুর্গম পথে-পথে
রথে-রথে আলোর রশ্মীতে যথে-সাথে ।
বৃক্ষ-চুপ, সিক্ত চক্ষে, রৌদ্দুর ঘরে-ঘরে বিরহে
আমি মুক্ত- মুক্তি, বক্ষনে কি স্বপ্ন উচ্ছাস বহে ।
সে সুদায় মননে কাননে, নির্বোধ আঁধারে
ভ্রান্তির পূজারি, যাযাবর দুঁহারে -আহারে ।
সংসার-সংঘাত, বাণী -বাণী আশ্বাস
কি আছে- বাঁচে, ভিখারীর নিঃশ্বাস ।
ওহারা বিলাস মাজারে, অন্য ঘাড়ে নাচে
অবুজ মনে নাহি কিছু বুজে-সাঁচে ।
উদাসী মন, দেহে বিচ্ছিন্ন বাহিরে
মিছের আড়ালে-মিছে, চক্ষু দিয়াছে কাহারে ?
হাত ধারে, দ্বারে-দ্বারে কাঁহার আহারে বাঁচে ?
অন্ন উঠেনা মুখেতে, ঠাই নাই সত্য-মিছে ।
যাঁহাদের ঘরে উচ্চ, তাহারা মাথা পিটে মাজারে
ক্ষমা চাহে মিথ্যের দরবারে- ভন্ড মিয়ারে ।
বক্ত-বক্ত বিরহের আকতি, মাথা ঠুকে-ঠুকে
কি দিবে ? নিয়ে সঙ্গে ফিরে বাড়ি? ফিরে ধুকে-ধুকে ।