এই ভব সংসারে কত খেলা করিতেছে
সব খেলা শেষ হইবে নিঃশ্বাস না আসিলে
কি করে মন, কি চাহে, কিসের লাগি ঘর_
মাটির ঘরে দেহ, দেহ বাতাসে মন বসাইলে?
মনের ইশারায় দেহ ঘুরে, দেহ থাকে কোন ঘরে
ঘরখানা রয়েছে পড়ে, দেহ রয় মাটির তরে।
এই ভব সংসারে দেহ উড়াল পক্ষি নাচে
কেউ রঙ মঞ্চ, কেউ ধুলায় ঘর ছাড়া বাঁচে।
মাচা পাতিয়াছে বৃক্ষতলে তাল পাতার বিছানায়
দয়াল মনে মনে, কে খায় কে করে সাধনা
এই ভব সংসারে দেহ করিতেছে কত খেলা
সময় চলিতেছে মরণ করিবে নাকো মানা।
দেহ ঘরে কে করে বাসনা, কে করে খেলা?
কিসের লাগি জীবন—যৌবনা সাঙ্গ লীলা।
কে ছিলো কার, কে হবে কার, কে থাকবে কার
মিছে মায়া দু'দিনের খেলা এই ভব সংসার।