রক্ত নয়, ভাষা চাই-ভাষা
আমার মায়ের মুখের ভাষা।
রক্ত চুষবি, কত মাংস খাবি?
বিবেক হারিয়ে, মাটি কামড়ে নিবি।
দেহে রক্ত জ্বলে, ঘামে অক্ত
শ্রমিকের বাহু, বহু শক্ত।
চোখ দেখে করেসনি ভয়
ভাষার যুদ্ধে দেহ নির্ভয়ে ক্ষয়
নেই ভয়, শুধু চাই বিজয়।
১৪৪ ধারা ভঙ্গ করে নেমেছিলো মিছিলে
পুলিশের গুলিতে প্রাণ গিয়েছে-
বাংলার রফিক, বাংলার জাব্বার,
বাংলার বারকাত, সালাম-
বাংলা মায়ের ভাষার জন্য
প্রাণ দিয়েছে কত সন্তান।
রাজ পথ রক্তে রঞ্জিত,
রক্তের দাগ আজও শুকায়নি
একুশের কান্না, মায়ে আজও ভুলেনি
আজও কাঁদে, চোখ ভিজে কান্নায়,
মিছিলের শব্দ আজও কানে বাজে
চোখে বাসে রক্ত মাখা পতাকা-অক্ষয়।
বায়ান্নোতে যারা প্রাণ দিয়েছে ছিলো_
ওরা ছাত্র, ওরা সন্তান, ওরা অরুণ
ওরা একুশ-একাত্তর, ওরা বাংলার তরুণ
ওরা মায়ের স্বপ্ন, ওরা আজ আঠারো
ওরা মানচিত্র, ওরা মায়ের মুখের ভাষা
ওরাই বায়ান্নো—একুশে ফ্রেব্রুয়ারি_
ওরা ভাই, ওদের জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।