এই ভবে মানুষ কারে নিয়ে ভাবে
যে যার নিয়মে—নিয়ম গড়ে_ভাঙে
নদীর মত কুল ভাঙা গড়ার খেলা
কেউ মুখ ফিরায়, চাহে মন সাঙ্গে।

এখনও ভালো মানুষ আছে ভবে
চোখ মরে নাই কোনো মানুষের মনে
কত জন আসে, এই ভব ঘুরে
অন্য মানুষের তরে—ঘরে, সুখ গণে।

দুঃখের ঘরে যে রবে, সে সুখ মরে
সুখের ঘরে চাহিয়া রয়েছে কত জনে
আবার আসিবে সুখ অপেক্ষা ঝরে
কাহারা মিলেমিশে রয়েছে দুর্গম ক্ষণে।

এখনও ভালো মানুষ রয়েছে ভবে
অন্যের দুঃখে নিজেরে কাঁদায় বৃষ্টির মত
নিজের সুখ বিলিয়ে দেয় অন্যেরে
ভাগাভাগি করে ঈশ্বরের সুখ যত।

এই ভবে মৃত সুখের পিছে কে দৌড়ায়?
অন্ধকারে নিজেকে না দেখে ভয়_
চিৎকার নিয়ে অন্ধকারে কাঁদিবে কারা
সুখের মহে অন্য সব ভুলে যায়।

এখনও ভালো মানুষ রয়েছে ভবে
অন্যের দুঃখে আসিবে ছুটে সব ভুলে
দুঃখির কোলেতে সুখ বিলায়ে নয়ন
ভালো মানুষ কত জনে ফুলে ফুলে।


রচনা,  কিডনি হাসপাতাল বসে।