ভাই,
ওরা মানুষ নহে !
রক্ত চাহে আমার কাছে
না হয় জীবন মিলিয়ে দিবে-গ্রহে !
ভাই, দ্রোহে দেহে জ্বলছে আগুন
হাকিয়ে আয়াজ উঠছে_

ভাইরে, থাম !
ওরা রক্ত নিবে?
যম !
আমরা সত্য মন্তর জানি
জ্বালিয়ে দিব সব ।
থমথমে রথ অক্ত ভক্তি
জোরসে ঠেলে-ল শক্তি !
ভাইরে সত্য ভক্তি জয়
নাই ভয়, নাই ভয় ।

ভাই,
ওরা সম্পদ চাহে
মায়ের দেওয়া আদর
বাবার মাঠের ফসল,
ওরা মানুষ নহে !
থাম; আসতে- দে, ভাই,  
রক্তের খেলা হবে নাকো
মনের খেলা হবে- দেখ
চক্ষু চেয়ে ভীতু ওরা ভাই
আয়াজ তুলে মুখে হাঁই ।
ভাই; ভয়ে ওরা চক্ষু ভুজে-
                   রক্ত চাহে,
উঠান বরা ধান,
ভাই, ওরা মানুষ নহে !
ভাই, থাম
শক্ত হাতে কর্ণদ্বয়ে দেই দামদাম
মুখ ঘুরিয়ে ভয়ে ঘাম !

ওরা বাহু দেখে নরম জনে -ধর,  
দুর্বল হাতে রক্ত চাহে -ভর,
কত জনের রক্ত নিবে-চুষ
হিংস্র দাঁতে, পশুর সাথে- হুঁশ ।
অঙ্গ দাহে মানুষ বেচে
নাহি রস বোধে, নিজে বেঁচে ।
ভাই, ওরা মানুষ নহে !
ভাই থাম;
           ওরা ভিক্ষা বহে ।

ওরা মায়ের চোখে চায় লাল চোখে
চক্ষু দু'টু উঠিয়ে-নে, লাথি-দে মুখে ।
ওরা নাকি বৃক্ষ চাহে ?
মাটির রসও চুষে দেহে
ওরা রাক্ষস, রক্ত চাহে বঙ্গ মাতার
থুবড়ে-দে মাথার খুলী- ধর,
চামড়া উঠে রোদ্র দিব- ঘর ।
ভাই,  ওরা রক্ত চাহে!
ভাই, থাম-
মৃত্যু ওদের বহে ।  
শক্ত হাতে চড় মেরে-দে
লালে-লাল গাল করে- দে
ভয়ে সব পায়ের তলে
আসবে ছুটে দলে-দলে ।
সব ভিতুর দল
ভাই, সাব্বাস সাব্বাস
বরবাদ-বরবাদ
ভাই, সাব্বাস সাব্বাস ।  


গ্রামের এক প্রতিবেশী আরেক প্রতিবেশী সব কিছু জোর পূর্বক নিয়ে যেতে চায়,
কিন্তু দুই ভায়ের জন্য কিছু নিতে পারে নাই ।
আর এই কবিতায় দুই ভাইয়ের কথা গুলো তুলে ধরেছি ।