আমি আর আমি যখন মানুষ তখন আমি মাটি;
আর যখন অমানুষ তখনও মানুষ—পশুর মত
জনগণ যখন গনতন্ত্র তখন সরকার—কে?
সরকারের তিনশত হাত সন্ত্রাসের সদস্য
তখন হাত গুলো মানচিত্র গিলে খাবে
এই শপথ করেই বড় হচ্ছে আবার মরে যাচ্ছে।
একটি আহত চোখ আর একটি নিহত চোখের
মধ্যে গনতন্ত্র যে ভাবে বেঁচে আছে; কবর বিহীন।
আমলারা প্রকাশ্যে চুরি করে আর
চোররা গোপনে চুরি করে এখানেই প্রার্থক্য।
কয়েক বছর আগেও চেয়ারম্যান চুরি করতো
গরিবদের চাল, গম, আর এখনতো
পুরো গ্রাম বিক্রি করে খায়, কারণ উন্নত হচ্ছে_
দেশ, উন্নত হচ্ছে মানুষ, উন্নত হচ্ছে সমাজ।
মূর্খরা যখন সমাজের মাতাব্বর
তখন শিক্ষিতরা বেকার, জুতা ক্ষয় করে।
প্রধান মন্ত্রী নির্দোষ কারণ মন্ত্রী সভা কামলাদের
হাতে জব্দ। সরকারের তিনশত হাত খাঁটি সোনা_
জ্বলেপুড়ে খাঁটি হয়ে এসেছে গদিতে।
সমাজের প্রশাসনিক কাজ গুলো যেনো খেলা
নিজেদের ইচ্ছেমত করে, সমাজের ঠুনকো নেতারা
জোরে চিল্লায় কারণ, খালি ঠোংগা শব্দ করে বেশি।
ওরা নাকি নেতা সব গুলা চোর ইতিহাস খুঁজে দেখলে।
দেশ উন্নত হচ্ছে, সমাজ উন্নত হচ্ছে, উন্নত হচ্ছে মানুষ
উন্নত হচ্ছে চুরি, উন্নত হচ্ছে ধর্ষণ, খুনখারাবি।