উল্টো ভাবে সাজাতে চাহি
আমার ছোট্ট জীবন
সুখের পিছু বিষাদ চাই না
দুঃখের করে সন্ধান।
ধনসম্পদ খুঁজে বেড়াই
একটু সুখের আশায়
দুঃখটাকে খোঁজে কে সে
মিথ্যে সুখ হাসায়!
জীবন আমি সাজাতে চাহি
উল্টো নতুন করে
এ জীবনে সুখের খোঁজ
দুঃখ জীবন গড়ে।
গরীব হতে ইচ্ছে করে
ফুটপাতেতে শুয়ে
খাবার নাহি জুটবে মুখে
ভিক্ষা নিয়ে নিয়ে।
টোকাই হতে ইচ্ছে করে
ছেঁড়া জামা গায়ে
সারা শহর ছুটে বেড়াই
বস্তা কাঁধে নিয়ে।
চাইনা আমি ধনি হতে
চাইযে মানুষ হতে
উল্টো আশায় জীবন সাজাই
সত্য বিশ্ব হাতে।