প্রকৃতি আর তুমি অভিন্ন
দু'জনই অপরূপা,স্বর্গ আবাস
তুমি নৈসর্গ_
ভোরের স্নিগ্ধ বাতাস।
তুমি দোলনার কোলে সবুজের মাঝে
সূযের্র হাসি মুখে।
তোমার হাতে চুড়ি সাজে-বাজে
পা ছোঁয় সবুজ ঘাসের বুকে।
তুমি নৈসর্গ_
তুমি নদীর কোলে জলকন্যা;
অপরূপ ঢেউয়ে ঢেউয়ে,
মধ্য নদীর বালুচরে কাশবন দিলে ছুঁয়ে।
তুমি গোধূলির চঞ্চলতা বিকেল বেলার সাজ
তুমি নদীর কোলে সূর্য ডুবা অপরূপ আজ।
তুমি নৈসর্গ_
মেঘের এপার-ওপার দু'পারেতে
তোমার রূপ সাজে,
সাদা বকের ডানায় চড়ে চাঁদ দিলে ছুঁয়ে;
তুমি বকুল ফুলের সুবাস দিলে
মধ্য নিশি কালে।
তুমি পূর্ণিমার সাজ গায়ে মেখে
নেশা দিলে মোর-চোখে।
তুমি নৈসর্গ, তুমি আমার স্বর্গ_