তুমি কি জানো?
তোমার কিছু কছু কথায় আমি খুব কষ্ট পাই
যেমন আকাশ কষ্ট ফেলে কাঁদে বৃষ্টিপাতে
বজ্রপাতে চিৎকার করে
আমার মনের ভিতর রক্ত ক্ষয়ে
তুমি যদি জানতে,
আমাকে জড়িয়ে রাখতে কোটি কোটি বছর
সাতশো কোটি পৃথিবীর সমান ভালোবাসা দিয়ে
বলতে ওগো তোমায় অনেক বেশি ভালোবাসি।
তুমি কি জানো?
তোমাকে ছাড়া আমি কতটা কষ্টে থাকি
আমার শহর জুড়ে আমি থাকিনা
শুধু তুমি, শুধু তোমার আরাধনা
আমার একাকিত্বের সাথী তোমার ভাবনা
তোমার চোখের ভাষা, ভালোবাসা।
তুমি কি আমার ভালোবাসা অনুভব করেছিলে?
আমি কতটা ভালোবাসি তোমায়।
তুমি কি জানো?
তোমার কপালে রংধনু খেলা করে, আকাশ ভুলে
আমি আকাশ দেখিনা যবে থেকে—
তোমার হরিণী চোখ, বাঁশির ছবি নাক,
দীঘল কালো চুল, জোড় লম্বা ভ্রু,
টোলপড়া চাঁদনি গাল দেখেছি।
আমি শুধু তোমাকে দেখি, তোমাকে,
ওগো
তুমি কি সব জানার পরেও আমার সাথে
রাগ-অভিমান করে থাকতে পারো-পারবে?
আমি জানি পারবে না,
কারণ তুমি আমাকে ভালোবাস, ঠিক আমার মত করে।
তুমি কি জানো?
তোমার শত বারণ, ভালোবাসার কারণ
তোমার প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই চলছে
তুমি কি আমার ভালোবাসার গভীরতা মেপেছ?
তুমি শত রাগ-অভীমান করলেও আমার ভালোবাসার কমতি থাকবে না
কারণ-বারণ সব ভুলে ভালোবাসবো সারা জীবন।