তুমি ডেকেছিলে আজ ভোরে
শিউলি ফুল আর হলুদ পাখি হয়ে
তোমার ডাকে বাতাস হয়ে যেতে চাই
সবুজ বন আর নদীর ঘ্রাণ নিয়ে।
আকাশে তপ্ত রোদ আর গাঙচিল উড়িতেছে
আমি আকাশ চাহিয়া তোমায় ভাবি
তোমার মুখ আর নোলক কতটা উজ্জ্বল হয়ে আছে
তুমি তপ্ত রৌদে সোনালী হয়ে আছ
নাকি আম গাছের ছায়া তলে চুল উড়াইতেছ?
আমাকে খুব মনে করে করে।
আমি নিশ্বাসের সাথে তোমার চুলের ঘ্রাণ নিতেছি
কত মাইল দূর থেকে শুধু তোমায় ভাবি
রাস্তার দু'পাশে সবুজ গাছ আর ধান খেত
তোমার গান গাইতেছে, আমি শুধু দু'পাশে চাহিয়া আছি।
কৃষ্ণ চূড়ার ফুল আর জারুল ফুল ফুটিয়া আছে
লাল আর সবুজ আর হলুদ মিশিয়া আছে এক সাথে।