এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকায় মানুষ বসবাস করবে না,
মানুষের গর্ভ থেকে জন্ম নেওয়া পশুর আবাসভূমি হবে
মানুষের গর্ভ থেকে জন্ম নিবে কুকুর, ইদুর,
গরু, নেকড়ে, শকুন এর মত মানুষ!
মানুষ বিক্রি হয়ে যাবে শয়তানের কাছে
মানুষ হবে শয়তানের পথপ্রদর্শক, শয়তানের আপন বন্ধু।
মানুষের মস্তিষ্কে জমে থাকবে মল মূত্র,
হিংস্র হয়ে উঠবে সারা বিশ্বের মানুষ নামের পশুরা
প্রতিটি মহাদেশ মৃত্যুর জন্য শক্তিদর অস্র বানাবে
পৃথিবীর মস্তিষ্ক জ্বালিয়ে দিবে বোমা ফাটিয়ে।
পৃথিবীতে আর সোনা থাকিবে না, কষ্টিপাথর
অকেজো হয়ে পড়বে, সোনা খোঁজে খোঁজে নিজেও
হারিয়ে যাবে বুড়ো শালিকের মত।
শিকলে বাধা থাকিবে কয়েকজন সত্য মানব
হা করিয়ে বোমা ঢুকিয়ে দিবে মুখে তবুও তারা বলবে
সত্য সত্য সত্য সত্য সত্য সত্য সত্য সত্য
মাথা নত করিবে না পশুদের পঁচা পায়ে।
নেকড়েরা নারীর শরীর নিয়ে নষ্টামি করবে
কামড়ে কামড়ে খাবে নরম শরীর, ভূখণ্ডের ইজ্জত
মহামারী ছড়িয়ে পড়বে বিশ্বের প্রত্যেকটা ঘরে
আর নেকড়েদের অন্ডকোষে, লালাজরিত লিঙ্গে
পতিতালয় হয়ে যাবে সারা বিশ্ব, সব কুলাঙ্গার
উলঙ্গ হবে মস্তিষ্কবিহীন কুকুরের মত
আধুনিকতা হবে উলঙ্গ বরবর গুহাবাসীদের মত
আবিষ্কার হবে নতুন নতুন মৃত্যুর অনুশোচনা
বিকলাঙ্গ হবে চোখ, ঠোঁট, নষ্ট হবে মনুষ্যত্ব
বিশ্বের কোথাও সবুজ শস্য থাকিবেনা, শুকনো
হয়ে ঝরে পড়বে বৃক্ষের পাতা, ডাল, বীজ
সারা বিশ্বে লাশের আর পঁচা মনের গন্ধ ছড়াবে
ভুলে যাবে নিজে মানুষ, মনুষ্যত্ব, ভালোবাসা।
সমাজ, রাষ্ট্র, পৃথিবী, যোগ্যতা হীনদের হাতে হস্তান্তর হবে
গ্রাম্য মাতাব্বর থেকে শুরু করে রাষ্ট্র প্রধান পর্যন্ত মুর্খ্য থাকিবে
জনগনের মুখে থাকিবে বোমা, গ্রেনেড, চোরা
নিয়মনীতির সংবিধানের পাতা মরে ঝরে পড়বে অমানুষদের পায়ের তলে
আর তখন-ই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ।