গোলাপ শুঁকিয়ে ডায়েরীর পাতায় মিশে গেছে ।।
একটি রাতও ভুলতে পারিনা তোমাকে নিয়ে,
তোমার চোখে- চোখ রেখে নির্ঘুমে -
স্বপ্নেরা আশার বাঁধন- বাঁধে হৃদয়ে
তুমি বিনে মন আড়ালে কাঁদে - নীরবে
চাঁদ; সে রাত মেঘে ডাকে - আলো নিবে ।
তাঁরাদের ভিড়ে আরোও একটি তাঁরা খেলা করে,
রাতের চাঁদও তোমার থেকে বহু দূরে ।
তোমার আলো আমার ঘরে - কিঞ্চিৎ,
আলো নয় আলো নয় চাই তোমায়-
পুরোটা চাঁদ ।
সুখ খুঁজতে -খুঁজতে জীবনের শেষ টুকু দেখতে চাই,
সারাটি জনম যেন তোমাকে পাই ।
হাতে-হাত দু'হাত বারাই, ঈশ্বরের নিকট
ঈশ্বরের সাথে দেখা হবে বিস্ময়ের হাঁট !
তোমার সাথে কাটাতে চাই জনম-জনমের নিঃশ্বাস,
তুমি আমার আমি তোমার অনন্ত বিশ্বাস ।