তমা তুই মনোহরা, চিকণ সুতা;
তোর গলেতে ফুলের মালা,
খুব যতনে পড়াবো পালা;- মিতিন সরলা ।
টানা-টানা তোর হরিণী চোখ
কোন সে গাঁয়ে খুঁজি, কোন পথে-পথে ।
সবুজ পাতার শিশির ভোরে
তোর কপালে সূর্য উঠে- হলুদ হয়ে ।
তমার তনূ সাদা বকের !
কালো মেঘের চুল,
বাঁদরের সাথে বন্ধু করে,
চুল কেটে করলি ভুল ।
তমা তুই অনেক ভালো;
কপালে দে টিপ কালো ।
তবে পর্দা করতে নয়কো বারণ
স্বর্গে তোর হবে বরণ ।
সব ভুলের মিথ্যে চরণ ।।
বন্ধু হবে ভালোর ধরণ
তোর মনেতে সূর্য কিরণ ।
তমা তুই বন্ধু আপন,
আমার মনে আছিস যতন ।