তোমার হাতে চাবি রেখে
বদ্ধ তালা খুলিবে কে?
জীবন যুদ্ধে জয়-পরাজয়
রক্ত অণু ক্ষয় ক্ষয়
ভয়-ভয় অক্ষয়
বিষ দাঁতে ছয়-নয়
মুখে মুখে জয়-জয়,
হরিদাশের ভয়।
ফাঁসির মঞ্চে হাসি মুখে
জীবন দাসে চোখ ফুলীয়ে,
ঘরের আশা পথে-পথে, দুঃখে
পথের আশা পরবাসে, দূর কূলে।
অশান্তিরা আসছে চেপে
ভুল-ভ্রান্তি, দুঃখ মেপে।
সুখ যাবে চলে, বিদায়-বিদায়
বিধ্বস্ত জীবন অচল-বিথায়।
মনে-মনে মনের ব্যাথা
কে শুনে কার আর্ত কথা,
সবাই ভাবে সবার কথা,
আমার বিলাপ গীবত গাঁথা।
অপমান-অপবাদ দিয়ে,
ঠেঁলে ঠেঁলে দূরে
মুখ ফিরিয়ে নেয় অন্য ঘরে।
আপন কে সে, যে আপন করে
সে তো মহান, মানব তরে।
হিংসা-বিদ্বেষ কিসের লাগি
আমাদের হাতে নাইকো চাবি,
জীবনের তালা মরণের তাগি
হায়-হায় জীবনে কিসের দাবি।