তাল পড়ে দুপদাপ
ছুটে আয় চুপচাপ।
ঘরে বসে ঠিকঠাক
পিঠা খায় টুকটাক।  


ছড়া