আকাশ ছুঁতে চায় যে মাথা
মাথার ভিতর যত ভণ্ডামি গাঁথা
হিংসায় লাল দু’চোখ ভরা
কে কার ক্ষতি করবে তাড়া।
উপরে উঠতে চায় যে সবাই
পিছন টানে দু’হাত বাড়াই
কে উঠবে আগে টাকার সুতই
যার আছে জোর,বড্ড লড়াই।
টাকা গাছে পাকা ধরে!
বিক্রি করে হাট–বাজারে
কে টাকার গাছে লাফাই মরে?
গরিব–দুঃখি আগের ঘরে।