রাত-দিন বসে সে ডাবা টানে
গরিবকে টাকা দেয় সুদের তরে,
গরিবকে টাকা দিয়ে দলিল আনে
দলিলকে নকল করে নিজের করে ।
গরিবে বলে তাকে ঈশ্বর- ঈশ্বর !
টাকা চুষে ধনী হয় বুঝে নাতো আর ।
গরিবে বলে তাকে বিপদের কাণ্ডারি
আসলে সে সুদের ভাণ্ডারী ।
পায়ের উপর পা রেখে, পেটটা যে বের করে
বসে থাকে চেয়ারে ।
হাড় ভাঙ্গা হামি দেয়, নাক ডাকা ডাকনি
নাড়িবুড়ি খাবে কি ?
বাম হাতে হাতরি, ডান হাতে ডাক্তারি
জুলুম, অবিচার- দুর্বলের উপর জোরচুরি ।
সুদ ছাড়া কত কাজ করে সে ভণ্ডামি
নাম তার সুদ মাস্টার, কাজের ভাণ্ড দন্ডামি ।