যে সুখ ভীষন্নতায় বিক্রি করে,
নৃশংসতার মায়াজালে অসুখের সাথে বসত করে,
সে হেঁটে হেঁটে ধ্বংসের শেষ সীমান্তে ফিরে।
কালো অর্থের গোড়ামি হিংসা লয়ে মরে
এ সুখ জঘন্য মৃত্তিকার তরে ঘরে
যে ঘরে সুখ ফিরে কালো অর্থ,সে ঘরে সব মৃত
অন্ধ মনে, চোখে আলো নেই, দেহ ঘৃণিত।
বিশ্বাস গুলো ঘুমন্ত বিশ্রামে কাতর
অবিশ্বাস ব্যস্ত চলাচল গতরে গতর।
বিকৃত মস্তিষ্কে উন্মাদনা, মানুষ-মানুষ মারে
কেরোসিনের মত প্রদ্বীপ জ্বেলে জ্বেলে
রাত শেষে নিবে যায়, জোর ফুরোলে
এখানে কিছুই কারো না, তুচ্ছ মরনের তরে।
পকেট বিস্তির্ন কালো অর্থের স্তুপ বেচে?
সাড়ে তিন হাত জায়গায় আবদ্ধ;
যে শূন্য হাতে রবে সেও তার সাম্য;
মিথ্যে অর্থের পাহাড় ছেঁড়ে এক কানাও সঙ্গে যাবে না
শুধু সত্য-মিথ্যের কর্মের স্তুপ সঙ্গী হবে।
মিথ্যের ঘরে আরাধনা, কালো অর্থের স্তুপে বাস
উন্মাদনার খেলা বেলা-অবেলা, হবে ক্লান্ত শেষ।
মানহুশ গুলো সাদাসিধে অবিরত সুখের লয়ে
কালো অর্থের মানুষ যত রয়েছে অসুখের ভয়ে।