সত্য কথার দাম কি তাতে
যদি মিথ্যে অপবাদ দাও মোরে
আমার কথায় বিদ্বেষ নাহি
সত্যের তরে শির নত করে।
আমায় যদি মিথ্যে মার
তবুও সত্যের হবে না ক্ষয়
আমার ঘরে আগুন দিলেও
মিথ্যের হবে না জয়।
সত্য যদি নাহি দাও মোরে
মিথ্যের তরে দিওনা ঠেলে
কালিমা যখন লিখেছি কলবে
রক্তে শুধু সত্য চলে।
মরন এসে নিয়ে যাবে যেদিন
সেদিন হবে সত্যের মিছিল
সত্যের তরে মুক্তি মিলে
দেহ ঘরে সত্য সুশীল।