যদি হয় মৃত্যুর সাথে মৈত্র তবে হও মানুষ সত্য
বলতে পারো তবে কি মানুষ নহে মোরা?
হুম মানুষ—
হুঁশ নাহি বেহুঁশ !
মাটিচাপা দিয়ে বিবেক, মনুষ্যত্বের অভাব
হিংসা বিদ্বেষ, মহা-ভাব
সত্য মানুষের বড্ড অভাব।
কি করে গেলে অতীত, মৃত্যুর দ্বারে কে রবে কাছে?
কেউ রবে না সাথে অন্ধকার কবরে
যদি করে যাও নেক, মিছিল হবে আসমানে
ভন্ডদের দেখি জয় খবরে।