সড়ক সুস্থ আন্দোলনে কাঁপছে সারা দেশ
এখন দেখি মৃত্যুর কোলে স্বপ্ন হচ্ছে নিঃশ্বেস।
সকল মানুষ ভয়ে আছে,আসছে গাড়ি তেড়ে
কখন গাড়ি উঠবে গায়ে চক্ষু শুধু নড়ে।
রাস্তার গাড়ি ফুটপাতেতে মানুষ মেরে চলে
তারপরও নাকি পথচারীর দোষ খারাপ মানুষ বলে।
মৃত্যুর সংখ্যা বাড়ছে দিনে পত্রিকাতে দেখি
দোষ–ত্রুটি মানুষের মাঝে শুধু মৃত্যুর ছবি আঁকি।
মৃত্যু এত সস্তা কেন, লাশের নাহি দাম
লাশের ছবি চেনা যায় না, ছবির কালো খাম।
ছিন্নভিন্ন লাশের দেহ রাস্তায় পড়ে রয়
লাশের ছবি দেখলে মনে আতংক আর ভয়।