ঘুম ভাঙা স্বপ্নের চোরা বালি
নীলপদ্ম, নক্ষত্রের ডালি
রাত জাগা স্বপ্নের মরীচিকা
হয় নাতো ঘুম, জুম সুচিত্রীকা
কন্দ্র প্রেম, প্রণয় অননয়
লিখে যাওয়া সত্য, বিরক্ত
অন্ধ, দন্দ, মন্দ-ছন্দের কালি
ঘুম ভাঙা স্বপ্নের চোরা বালি।
কে যে সে স্বর্গ চোখে ঘুম দেয়
মৃত্যু লিখা, ঘুম নিশা মরীচিকা
কে যে সে ঘুম চোখে সুখ নেয়
স্বপ্নের চোরা বালি, নিহারিকা।