এখানে ওখানে দলাদলি, বলাবলি
গিবতে কলাকলি, যে যার পিছে চলাচলি।
জায়গা নিয়ে মারামারি, দরাদরি
টাকা নিয়ে জোরাজোরি, কাড়াকাড়ি।
জোরদারের বারাবারি, পারাপারি
দুর্বলের কাঁদাকাঁদি, গড়াগড়ি।
এখানে-ওখানে সত্য মানুষ চোখের বালি
মিথ্যে মানুষের গলাগলি-দালাদলি।
মানুষের ঘরে মানুষ করে মারামারি
সত্য মানুষ আলো নিয়ে করে সত্যজারি।
অমানুষ-মানুষের মত সব খানে ছড়াছড়ি
মানুষের সাথে অমানুষের দলাদলি-জড়াজড়ি।
এপাড়ে দু'দিন ওপাড়ে জনম-জনম চলি
কি কার, কে কার, জীবন ভাণ্ড খালি?
কোন গলি চলি, হায়-হায় মরি-মরি?
দুনিয়া গুনিয়া, কত দিন বাঁচি-ঘড়ি।
দু'চোখে আলো, মনে শুধু কালো
দু'চোখ নিবে যাবে, পরকালে চলো।