আলোর বিছানায় আলো খোঁজে গায়
আলো ঢালিয়া দিয়াছি তোমার সর্ষা মাখা পায়
আমি প্রকৃতি, আমি আদি সৃষ্টি মানব
তুমি অন্ধকারে চন্দ্রাবতী দুগ্ধ চুষিবে মহা দানব।
হে রমণী দু'হাতে মারিয়া বজেপ্রেম জঞ্জাল
দ্রোহীর তীব্র হুংকার জ্বালিয়া আগুন বহিবা চঞ্চল
তোমায় তুমি বাঁচিয়া রাখিবে করে স্বচ্ছল
দুর্বাসারের বক্ষ পুড়াইয়া নিজেরে করিবে উজ্জ্বল।
নরপশু নরক জ্বালাবে তোমার গায়ে
সম্ভ্রম লুটিয়া তোমার আলো, নরক ঢালিবে পায়ে
নিজেরে ঢাকিয়া শির তুলে যুদ্ধ কর
বিদ্রোহ কর নরপশুর রুহে, জ্বালিয়ে আগুন হুংকার।
যেখানে বাঁধিবে পায়ে দানবের শিকল
নিজেরে করিবে শিকলের মত দানবের বাঁধিবে বল
রূপসজ্জা ঢাকিয়া রাখিবে দেখিবেনা
নরপশু লালশা ঝরাইবে, রুদ্ধ ঘরে রবে কানা।
রমণী তুমি নিজেরে লয়ে হও শক্ত
নিজেরে সাজাবে নতুন করে ঢাকিয়া আলো তক্ত
নর দানবের মুখেতে থুথু ছিটাইবে
সম্ভ্রম বাঁচাতে শক্ত রবে, শরীর ঢাকিবে ভবে।
রচিত, মোহাম্মদপুর, ঢাকা
লিমিটেড—২, ব্রিজে বসে লেখা।