গাঁয়ের সাথে মিশে যেতে-যেতে
গাঁয়ের বহু স্বাদ লয়ে, তৃষ্ণা মিটেছে,
সবুজের বিছানায় চোখ পেতে-পেতে,
সবুজ খুঁজে-খুঁজে ইট-পাঁথর ভুলে গেছে।
প্রতিটা মুহূর্ত নরম ঘাসের স্পর্শ করতে-করতে
মন হারিয়ে গেছে পাখিদের মাঝে, আকাশের কাছে,
ধান ক্ষেতে গাঢ় সবুজ নরম পাতা দেখতে-দেখতে,
কচু পাতা, কলমিলতা উঁকি দিয়ে চেয়ে আছে।
আমি বারবার হারিয়ে গেয়েছি চোখ পেতে-পেতে
হলুদ পাখি, ঘাস ফড়িংয়ের খুব কাছে,
নারিকেল পাতা, তাল পাতার বাঁশি বাজাতে বাজাতে
উলঙ্গ শিশুদের সাথে ছুটে যেতাম পিছে-পিছে।
পুকুরের পাড়ে খেজুর গাছ থেকে লাপ দিতে-দিতে
মাছের সাথে খেলা করতে জর-সর্দি লেগে আছে,
সারা দিন পুকুরের পানিতে সাঁতার কাটতে-কাটতে
মা রেগে আছে, বুড়ো নানা হাঁকাতে-হাঁকতে আসছে
গাঁয়ের বন্ধুদের সাথে ঘুরতে-ঘুরতে
ইট-পাঁথরের কথা মন থেকে মুছে গেছে,
যেতে চায়না মন গাঁও থেকে বাঁচতে-মরতে,
থেকে যেতে চায় মন জীবন-জীবন, সবুজ গাঁয়ে।