আমি তাঁহাদের দলে যাহারা তোমাদের
চরণ তলে ঘৃন্য-ভিন্ন ।
তাঁহারা আমার হৃদয়ে
যাঁহারা তোমাদের ভালোবাসা থেকে,
বঞ্চিত-লাঞ্চিত ।
আমিও ভিখারি তাঁহাদের মত
তোমরা যাঁহাদের কর দান
করিও মান, সবাই ভিখারি, কি কার অবদান ?
হে মানব, হে আবর্জনার দাতা
আমরা কার, তোমরা কার ?
করিও একটু চিন্তা ।
ভালোবাসা দাও, ভালোবাসা নাও
চোখে-মুখে তাকাও____
তোমাদের মতই মানব,
তোমাদেরই ভাই,
ললাটের লিখন, ভিক্ষা চাই ।
আমিও ভিখারি, তামাম দুনিয়া ভিখারি_
সবাই দু'দিনের শিকারি ।
কর্ণ-মুখগহ্বর করে কার সাধন
স্বর্ণ গিলে গিলে ধন ভোজন ।
পণ্য; ভিখারি, করে না গণ্য
উপোস করে করে দিন-শূন্য
সাধনা
ললাটে আঁধার কি আছে করার
তুমি রাজা, আমি প্রজা-দুনিয়ার ।
টাকা-পয়সা পাপের মলাট
কর পুণ্য হবে পরকালের সম্রাট ।
দুনিয়া ভিখারি-বড় অভাব
পুণ্য থাকিলে দু'কালে হবে সম্রাট ।