ট্রাক ভর্তি অস্ত্র আর গনতন্ত্র বিক্রি হয়ে গেছে
চাকরির বাজার আমলাদের হাতে জব্দ
প্রশাসন যখন ব্যাংক ডাকাতি করে তখন_
উন্নয়নের ছোঁয়া একশত ধাপ এগিয়ে গেছে।
সুপরিকল্পিত ভাবে দেশ বিক্রি করছে_
দেশের মানুষও! সন্ত্রাস আর মাফিয়ার
সক্রিয় সদস্য দেশের রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী।
অর্থ বরাদ্দের নামে বিলিয়ন বিলিয় টাকা
লুটপাট করে নিচ্ছে যারা? তারাতো প্রশাসনের
পালিত ত্রাস; মৃত্যু তাদের কাছে সামান্য খেলা!
জনগণ আর গনতন্ত্র সম্পুর্ণ আলাদা
গনতন্ত্র জোর করে স্বৈরাচারী শাসনে পরিনত করেছে
আর জনগণ মুখে আঙুল দিয়ে বসে আছে
দূর থেকে গালিদে কখনও নিজেকে
আবার কখনও পাড়াপ্রতিবেশিকে।
উন্নত হচ্ছে দেশ, উন্নত হচ্ছে অস্ত্রপাচার
উন্নত হচ্ছে দেশের আইন ব্যবস্থা, ডাকাতির।
উন্নত হচ্ছে গনতন্ত্রের নামে স্বৈরাচারী শাসন
উন্নত হচ্ছে খুনখারাবি, সন্ত্রাস, চোর, প্রশাসন।
উন্নত হচ্ছে ব্যাংকের লকার, এটিএম বুথ
উন্নত হচ্ছে চোরাকারবারীর সুশীল খাত।
সাধারণ জনগণও উন্নত হচ্ছে!
চোরদের মাঝে থেকে চুরি শিখছে, ডাকাতি।
সাধারণ জনগণ দিন আনে দিন খায়
তাদের তো কোনো দোষ নেই, রিকশা চালায়
গাঞ্জা টানে, সিগারেট টানে, অভাব তো নেই,
তারা তো সাধারণ জনগণ, অতি সাধারণ।
সরকার যখন জনগণ, জনগণ যখন সরকার
তখন আলাদা ভাবে প্রশাসন কি— চোর?
গনতন্ত্র নয়তো স্বৈরাচারী শাসন ব্যবস্থা চাই
দু'খন্ডের মাঝখানে চাপা পড়ে মরতে চাই না।
যুদ্ধ চাই না শান্তি চাই, শান্তি, আরাম চাই আরাম
নয়তো মেরেদে, উন্নত অস্ত্র দিয়ে—সন্ত্রাস ভাড়া করে
শুধু আমাকে আর আমার মত সাধারণ মানুষকে
যারা দিন আনে দিন খায়, রিকশা চালায়, গাঞ্জা টানে
কষ্ট ভুলে যেতে চায়, দিনের কষ্ট দিনেই,
রাতে একটু আরাম করে ঘুমাতে চাই, চায়।