মানুষ ভাবে ভবে, ভাবতে ভাবতে যায় ঘরে
খায় ঘরে, মৃত্তিকাতে শুয়ে, চক্ষু পড়ে ঝরে
জায়গা নিয়ে ভাবে, টাকা নিয়ে ভাবে মরে
মরণ আসিবে জানে, ভাবে কত জনে ঘরে।
হাকাহাকি করে, চক্ষু লাল ভয়ে, হিংস্র ভাবে
মানুষ ভাবে মানুষেরে হাহা! কে কারে খাবে?
মানুষ মারে মানুষে সত্যি!কে কবে চলে যাবে
মানুষ ভাবে নিজেরে নিয়ে, অন্যেরে কু'ভাবে।
নিষিদ্ধ কাজে মানুষ, ভালো-খারাপ বুঝে না
যেখানে বাঁধা সেখানে পা-চলে রুদ্ধ খুঁজে না
গায়ে বড্ড জোর, তাহারে কেউ ক্ষ্যাপায় না
অর্থের বেড়াজালে মনুষ্যত্ব মরে, ফুল ঝরে না।