বুঝে না কেউ তার শব্দ ভান্ডার,অপরূপ সাজ
কারো কাছে বিশ্বাস নেই, খালি বাজনা দাজ।
বিশ্বাসের মাঝে মানছেনা, নিজের মত চলে
অন্ধকার দেখছেনা কি, হিংসাত্মক দলে।
অদৃশ্য হয়ে রয়েছেন তিনি, দেখিছেন সব ক্ষণে
মনে-মনে থাকেন তিনি, মানব ইন্দ্রিয় ধ্যানে।
মোরা সব ভুলে যাই, অন্ধ-মায়ার হয়ে দাসি
মিথ্যা আলোর উজ্জ্বলতা লাল চোখের হাসি।
এক চাক মাটির দেহে কত সাজ, দিয়াছে প্রাণ
বানাইছে ঘর, সে ঘরে মোদের করেছে দান।
দলে দলে, বলে চলে, কি করে সবাই বাঁচে
কার আছে কি, আমি কে, তুচ্ছ ঘাম মুছে।
কি ভাবে মন, কি করে ধ্যান, সবি জানেন
করেছেন সব সৃষ্টি তিনি যে অদৃশ্য-মহান।
আজ মানুষ মোরা করেছেন মোদের সৃষ্টি
সাদৃশ্য মোরা থাকিব, রেখে এক দৃষ্টি।