শহরের আলো মিটমিট করে জ্বলছে,
চার দিকের কোলাহল নীরব হয়ে আসছে,
ল্যাম্পপোষ্টের নিচে বাইশ বছরের রমনী
রোকসানা পায়চারি করছে এক বেলা খাবের জন্য।
সমাজের মুখোশধারি মানুষ রূপি কুকুর গুলি
নেমে আসে নরম মাংসের স্বাদ পাওয়ার জন্য।
রোকসানাকে নিয়ে যায় নরকের সপ্তমে,
আগুন জ্বেলে জ্বেলে ক্ষত বিক্ষত করে দেয় শরীর
বিনিময় টাকা-ভাত দেয়, রক্ত মাংস খেয়ে_
কখনও কখনও টাকা ছাড়াই দেহের ক্ষত
নিয়ে ফিরে আসে স্বপ্নহীন অন্ধকার ঘরে।
রোকসানা শুধু একটুকরো মাংস্পিন্ড_
নরপশুদের কাছে।
নরম শরীর পুড়িয়ে দেওয়ার কষ্ট যুদ্ধের মাঠে
রক্তাক্ত শরীরে শত আগাতের যন্ত্রণা সহ্য করে।